নিরবেই চলে গেলাম। sad poem I বাংলা প্রেমের কবিতা । English love poems
“নিরবেই চলে গেলাম”
মোঃ মনোয়ার হোসেন টার্গেট
মরণের পরে একটিবার দেখতে এসো আমায়
ফিরে আর আসবো না, দুঃখ দিতে তোমায়।
বলবে তুমি কতটা ভুল, করেছিলাম আমি
ভুল করেছি তোমার সাথে, ক্ষমা কর তুমি।
@TARGET
বলবা যখন থাকব না আমি, এই ধরণীর বুকে
ক্ষমা করে দিয়েছি তোমায়, বুঝে নিও আমায় দেখে।
বুঝতে যদি নাই বা পারো, প্রশ্ন করো নিজে
ক্ষমা যদি করে থাকি, সাজবা নতুন সাজে।
নতুন সাজে বধু বেশে যাবে পরের ঘরে
সুখে থাকবো আমি তখন মরণেরও পরে।
তোমার সুখেই আমার সুখ বলেছি বারবার
বুঝতে চাওনি, তুমি আমার, এ কথা একটি বার
এতো সুখ হয়তো বা আমি পারতাম না দেখিতে
নিরবেই চলে গেলাম, আমার প্রেমের স্বমাধিতে
স্বমাধির মাঝে ভালো থাকবো ভুলবো আমি তোমায়
ভুল কিছু করি যদি, ক্ষমা করো আমায়।




LOVE IS BLIND
উত্তরমুছুন